ইন্সটাগ্রামে হাইড লাইক ফিচার চালু হয়েছে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্টে কত জন লাইক দিল সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু তাই নয়, নতুন ফিচারের মাধ্যমে আপত্তিকর মন্তব্য সরিয়ে ফেলার অধিকার পাবেন তারা।
বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীর জনপ্রিয়তার মাপকাঠি লাইক নিয়ন্ত্রণের ফিচার সম্পর্কে এক বিবৃতিতে ইন্সটাগ্রাম বলেছে, ‘কয়েকদিন ধরে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলাম আমরা। ব্যবহারকারীদের ফিডব্যাক থেকে আমরা জানতে পেরেছি অনেকেই সোশ্যাল মিডিয়ার পোস্টের লাইক নিয়ন্ত্রণ করতে চান। তাই ব্যবহারকারীদের মানসিক চাপ কমানোর জন্যই আমরা এ ফিচার চালুর সিদ্ধান্ত নিই।’
ফিচারটি অ্যাক্টিভেট করার জন্য প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। তারপর নিউ পোস্ট অংশে ক্লিক করবেন। এরপর হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস সিলেক্ট করবেন।
চলতি বছরের শুরুতে বিবিসি ও সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ইন্সটাগ্রামে শিশুবান্ধব ভার্সন চালু করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের ৪৪টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের এক চিঠিতে শিশুদের জন্য ইন্সটাগ্রাম আপডেট না করার অনুরোধ করা হয়। মসেরি বলেন, ‘সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেওয়ার বিষয়টি অভিভাবকরা নির্ধারণ করবেন।’












