ইন্দ্রপুল লবণ শিল্পের অবরুদ্ধ চলাচল পথ উন্মুক্ত

আদালতের নির্দেশে অভিযান

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় ইন্দ্রপুল লবণ শিল্পের একটি চলাচল পথ অবরুদ্ধ অবস্থা থেকে আদালতের নির্দেশে উন্মুক্ত করেছে পটিয়া থানা পুলিশ। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের গত ১৬ আগস্টের এক আদেশের প্রেক্ষিতে ১৮ আগস্ট পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চলাচল পথটি উন্মুক্ত করে দেয়।

জানা যায়, পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্পের ৪/৫টি কারখানায় দীর্ঘ ৪০ বছর ধরে যাতায়াতের জন্য একটি চলাচল পথ ব্যবহার করে আসছিল। শত্রুতা বশতঃ পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আবদুস সোবহানের পুত্র কুতুব উদ্দিন গত ১৩ আগস্ট চলাচল পথটি বন্ধ করে দেন। এতে ৪/৫ টি লবণ মিলের কাঁচামাল গুদামজাত করা ও মিলের ক্রাসিং কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আবদুস সামাদের পুত্র আবদুল মজিদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৬ আগস্ট মিছ মামলা নং ৯১৮/২৩ দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে ওইদিনই চলাচল পথ উন্মুক্ত করে দেওয়ার জন্য পটিয়া থানা পুলিশকে নির্দেশ দেন। জানতে চাইলে অভিযান পরিচালনাকারী পটিয়া থানার উপ পরিদর্শক জিয়াউল হক জিয়া জানান, আদালতের নির্দেশনায় শিল্প এলাকায় চলাচলের রাস্তাটি উন্মুক্ত রাখতে বলা হয়েছে। এরই প্রেক্ষিতে অবরুদ্ধ রাস্তাটি পুলিশ গিয়ে উন্মুক্ত করে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিভীষিকাময় ২১ আগস্ট আজ
পরবর্তী নিবন্ধচাঁদের বুকে ধ্বংস হল রাশিয়ার ‘লুনার ২৫’ নভোযান