চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়েছিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে করে দিয়েছিলেন হল মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসের প্রথম দুই সাপ্তাহে মুক্তি পাবে নতুন সিনেমা। সেগুলোর একটিতে নায়িকা হিসেবে দেখা যাবে নাজিরা মৌকে। তার নায়ক কলকাতার ইন্দ্রনীল।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকা দীর্ঘ। করোনার সময়ে স্থবির হয়ে পড়েছিল প্রেক্ষাগৃহ। সেই সময়ের অনেকগুলো সিনেমাও রয়েছে মুক্তির অপেক্ষায়। নতুন করে সামনে এল কোটা সংস্কার আন্দোলন। এসব কারণে মুক্তিজটে পড়েছে সিনেমাগুলো। সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসে মুক্তি পাবে বেশ কয়েকটি নতুন সিনেমা। সেগুলোর অন্যতম ‘নন্দিনী’।
পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে ‘নন্দিনী’ সিনেমাটি বানিয়েছেন সোয়াইবুর রহমান রাসেল। এটি নির্মাতার অভিষেক সিনেমা। ২০১৯ সালের শেষ দিকে শুরু হয় ছবির শুটিং। প্রথম লটের শুটিংয়ের পরই শুরু হয় করোনা, থেমে যায় কাজ। এরপর প্রযোজক অসুস্থ হয়ে পড়লে সিনেমার বাকি শুটিং করতে আরও দেরি হয়ে যায়।
নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল বলেন, অনেক চড়াই–উৎরাই পেরিয়ে অবশেষে ২ আগস্ট সিনেমাটি দর্শকের সামনে আসছে।