ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ গতকাল শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সেটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল। উড়োজাহাজটিতে মোট ৬২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১০ শিশুসহ ৫৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু। খবর বিডিনিউজের।
ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করে সেটি রাডার থেকে হারিয়ে যায়। শ্রীবিজয়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। সেটির বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার সময় এখনো আসেনি।
তবে স্থানীয় একজন সরকারি কর্মকর্তা কম্পাস টিভিকে বলেন, জেলেরা জাকার্তার উত্তরে পানিতে ভাসমান কিছু জিনিস খুঁজে পেয়েছেন। খুব সম্ভবত সেগুলো কোনো উড়োজাহাজের ধ্বংসাবশেষ। সেখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
জুলকিফলি নামে এক নিরাপত্তা কর্মকর্তা সিএনএনইন্দোনেশিয়া ডটকমকে বলেন, আমরা পানিতে কিছু তার, জিনসের একটি টুকরা এবং কিছু ধাতব টুকরা খুঁজে পেয়েছি।
নিখোঁজ উড়োজাহাজটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার এয়ারলাইন লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের একটি উড়োজাহাজ ১৮৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এবং সবাই মারা যান।