ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ একটি এটিআর ৪২৫০০ মৎস নজরদারি বিমান নিখোঁজ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিমানটির সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আনদি সুলতান রয়টার্সকে জানান, শনিবার স্থানীয় সময় ১টা ৩০ মিনিটের দিকে দেশটির বিমান সংস্থা ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই নজরদারি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বিমানটি তখন দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস অঞ্চলের আশপাশে ছিল। খবর বিডিনিউজের।

সুলতান জানান, বিমানটি ও এর আরোহীদের খোঁজে তল্লাশি চালাতে সামরিক বাহিনী ও পুলিশের ইউনিটসহ প্রায় ৪০০ জনকে মোতায়েন করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে। তবে সম্ভাব্য কী কারণে বিমানটি নিখোঁজ হয়ে থাকতে পারে, এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সুলতান।

পূর্ববর্তী নিবন্ধবাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ দুঃসাহসী সাঁতারু
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ পরিবেশে চুয়েটে ভর্তি পরীক্ষা সম্পন্ন