ইন্দোনেশিয়ায় ম্যাচ খেলে মালয়েশিয়া যাবে ফুটবল দল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

এশিয়ান কাপ বাছাই খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে জাতীয় ফুটবল দলকে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও নেপালের সঙ্গে যোগাযোগের পর ম্যাচ খেলার জন্য ইন্দোনেশিয়ার সম্মতি পেয়েছে বাংলাদেশ। জানা গেছে, দেশটি ইতিমধ্যে বাফুফেকে সবুজ সঙ্কেত দিয়েছে। ইন্দোনেশিয়া আসছে না, তাদের ওখানে গিয়েই ম্যাচ খেলতে হবে।

মালয়েশিয়া যাওয়ার পথে ইন্দোনেশিয়ায় ম্যাচটি খেলবে বাংলাদেশ। আগামী ৮ থেকে ১৪ জুন মালয়েশিয়ায় বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে এশিয়ান কাপ বাছাই পর্বের। ৮ জুন বাংলাদেশ খেলবে বাহরাইনের বিপক্ষে, ১১ জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধজিমন্যাস্টিকসে নতুন কোচ পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধগ্রেট ক্রিকেটারদের বাজে সময় আসেই কোহলির পাশে দাঁড়ালেন ডু প্লেসিস