ইন্দোনেশিয়ায় গত শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৬৩৭ জন আহত হয়েছেন এবং ১৫ হাজারের মতো বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।