ইন্দোনেশিয়ায় বিক্ষোভ চলছেই

চীন সফর বাতিল করলেন প্রেসিডেন্ট প্রাবোও

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

কয়েকদিন ধরে চলা বিক্ষোভ রাজধানী জাকার্তার বাইরে আরও দূরে ছড়িয়ে পড়ায় এবং একাধিক আঞ্চলিক পার্লামেন্টে আগুন দেওয়ার ঘটনার মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন। খবর বিডিনিউজের।

জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উদ্যাপনে বুধবার চীনে হতে যাওয়া বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের। দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার ওই সফর বাতিল করতে বাধ্য হন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবারের বিক্ষোভকে প্রাবোওর এক বছর হতে চলা সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ বিবেচনা করা হচ্ছে। সাংসদদের বেতনভাতা ঘিরে অসন্তোষ থেকে কয়েকদিন আগে জাকার্তায় এ বিক্ষোভ শুরু হয়, পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হলে পরিস্থিতির আরও অবনতি হয়।

প্রেসিডেন্ট পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ চালিয়ে যেতে চান এবং এই জটিলতার সবচেয়ে সেরা সমাধান খুঁজছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৩.১৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসন্তানদের নিয়ে ৮০০ কিমি পথ হাঁটলেন বাবা