ইন্দোনেশিয়ায় থানায় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ২

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার বান্দুং শহরের একটি থানায় সম্ভাব্য আত্মঘাতী বিস্ফোরণে দুজন নিহত ও আটজন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির নতুন ফৌজদারি আইন নিয়ে ক্ষুব্ধ এক সন্দেহভাজন জঙ্গি থানায় ঢুকে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছে।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জনসংযোগ ব্যুরোর প্রধান আহমদ রমাদান বলেছেন, বুধবারের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ঘটনা তদন্তে কর্তৃপক্ষগুলো সন্ত্রাসবিরোধী ইউনিটগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে তিনি। খবর বিডিনিউজের।

ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী এজেন্সি বিএনপিটির ইবনু সুহেন্দ্রা মেট্রো টিভিকে বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত জামায়া আনশারুত দৌলা (জেএডি) এ হামলার পেছনে থাকতে পারে। তিনি জানান, এর আগেও জেএডি ইন্দোনেশিয়ায় একই ধরনের হামলা চালিয়েছিল।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশ প্রধান সুনতানা মেট্রো টিভিকে বলেন, ঘটনাস্থলে নীল রঙের একটি মোটরবাইক পাওয়া গেছে। হামলাকারী এটি ব্যবহার করেছে বলে ধারণা কর্তৃপক্ষের। মোটরবাইকটির বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, ওই মোটরবাইকে একটি নোট পাওয়া গেছে, তাতে মঙ্গলবার ইন্দোনেশিয়ার পার্লামেন্টে অনুমোদন পাওয়া নতুন ফৌজদারি আইন প্রত্যাখ্যানের বার্তা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, কিছু ধর্মীয় চরমপন্থি রাষ্ট্রীয় আইন প্রত্যাখ্যান করে ইসলামকে একমাত্র বৈধ কর্তৃত্ব বলে গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধজর্জিয়ার জয়ে মার্কিন সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা
পরবর্তী নিবন্ধসভাপতি, সাধারণ সম্পাদক পদে কে আসছেন