ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে জুমার নামাজ চলাকালে হওয়া বিস্ফোরণে আহত কয়েক ডজন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে টেলিভিশনে সমপ্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি। ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে অনেকেই দগ্ধ। কয়েকজনের অবস্থা গুরুতর, গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। দেশটির খবরের চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির ফুটেজে স্কুলের চারপাশে ব্যাপক পুলিশের উপস্থিতি ও একাধিক অ্যাম্বুলেন্সকে প্রস্তুত থাকতে দেখা গেছে। বিস্ফোরণের ঘটনায় মসজিদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে ছবিতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে ফিলিপাইন ও ভিয়েতনামে ব্যাপক প্রাণহানি