ইন্দোনেশিয়ায় আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন দেওয়ার পর তিনজন নিহত ও পাঁচজনের আহত হওয়ার খবর দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। খবর বিডিনিউজের।
এবারের বিক্ষোভকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সরকারের প্রথম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, লিখেছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার তাদের বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে হওয়া ঘটনায় নিহত তিনজনের মৃত্যুর কারণ জানায়নি।
তবে বার্তা সংস্থা আনতারা জানায়, নিহতরা আগুনে পুড়তে থাকা ভবনটির ভেতর আটকা পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ভবন থেকে লাফিয়ে পড়ে দুজন আহত হন, বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আইনপ্রণেতাদের বেতনভাতা ইস্যুতে দিন কয়েক আগে রাজধানী জাকার্তায়ু বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু পুলিশ সাঁজোয়া যানের ধাক্কায় এক রাইড–শেয়ারিং মোটরবাইক চালক নিহত হলে শুক্রবার আন্দোলন জোরদার হয়ে ওঠে। গত অক্টোবরে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট সুবিয়ান্তো শুক্রবার রাতে নিহত মোটরবাইক চালকের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনা নিয়ে তদন্তের নজর রাখার আশ্বাস দিয়েছেন। জাকার্তায় শুক্রবার বিচ্ছিন্নভাবে লুটপাট এবং পরিবহন অবকাঠামোর ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এদিন বান্দুংসহ একাধিক বড় শহরেও বিক্ষোভকারীদের কর্মসূচি হয়েছে। শনিবার পর্যন্ত দেশটিতে নতুন করে বিক্ষোভের খবর না পাওয়া গেলেও শুক্রবারের বিক্ষোভস্থলের কাছাকাছি একটি স্টেশনে ট্রেন থামানো হচ্ছে না, বলেছে জাকার্তার ম্যাস র্যাপিড ট্রানজিট রেলওয়ে। গ্রাহকদের সেবা দিতে পারছে না বলে জানিয়েছে জাকার্তা প্রদেশের মালিকানাধীন বাস সার্ভিস ট্রান্সজাকার্তা।