ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে ১৮ জনের মৃত্যু, বহু নিখোঁজ

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় প্রবল বৃষ্টির কারণে দুটি অঞ্চলে হওয়া দুটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর বিডিনিউজের।

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়ে। লোকজন তিন থেকে আট মিটার মাটির নিচে চাপা পড়ায় তাদের বের করে আনতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। উদ্ধারকারী সংস্থার স্থানীয় বিভাগ ও উদ্ধার অভিযানের প্রধান জানিয়েছেন, চিলাচাপের ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে আর সাতজন নিখোঁজ রয়েছেন। সোমবার কম্পাস টিভি চ্যানেলে প্রদর্শিত ভিডিও ফুটেজে দেখা যায়, চিলাচাপে স্তূপ হয়ে থাকা মাটি ও আবর্জনা সরাতে এস্কাভেটর মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.০৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমদিনার কাছে সড়ক দুর্ঘটনা, ৪২ ভারতীয় নিহত