ইন্দোনেশিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক বাড়াতে আগ্রহী : রাষ্ট্রদূত

রোটারি ক্লাব আগ্রাবাদের অভিষেক অনুষ্ঠান

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো বলেন, বাংলাদেশ ও ইন্দোনিশায়ার মধ্যে রয়েছে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক। ইন্দোনেশিয়া যেমন বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তেমনি বাংলাদেশও বিশ্বে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইন্দোনেশিয়া তাৎক্ষণিকভাবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭২ সালের মে মাস থেকে দুদেশের দূতাবাস কার্যক্রম চালু হয়। তাই বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। গত ২৯ সেপ্টেম্বর নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আয়োজিত রোটারি ক্লাব অব আগ্রাবাদের ৪৭তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। ইন্দোনেশিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক বাড়াতে আগ্রহী। অনুষ্ঠানে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান সুফি মিজানুর রহমান বলেন, ভালো ইংরেজি বলতে পারা, উন্নত পোশাকআশাক পরা ও আরামআয়েশে জীবনযাপন জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য নয়। জীবনের মূল উদ্দেশ্য হলো, আপনি অন্যের জন্যে কী করছেন, মানুষের মুখে হাসি ফোটাতে কী অবদান রাখছেন তাই। শুধু নিজেকে নিয়ে সুখে থাকা জীবনের আসল উদ্দেশ্য হতে পারে না।

প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান এসএসএম কেরামতুল আজিম পিন্টুর সভাপতিত্বে ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আলাউদ্দিন ও রোটারিয়ান জাফর আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, পিডিজি এমএ আউয়াল, খালেদা আদিব আউয়াল, . মীর আনিসুজ্জামান, শেরিন বন, রোটারিয়ান এইচএম হাকিম আলী, রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. খায়রুল মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচ্যানেল আইয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে চোরাই সেগুন কাঠসহ ইউপি সদস্য আটক