ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে ভারী বৃষ্টির ফলে ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১৩ জনের সন্ধান করছে উদ্ধারকর্মীরা। রয়টার্স লিখেছে, পেকালংগান শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার ভূমিধস হয়। তবে ভারী বৃষ্টিপাত ও কুয়াশার কারণে তৎক্ষণাৎ উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। তাই নিখোঁজদের খোঁজে গতকাল সকালে পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় প্রায় ৩০০ উদ্ধারকর্মী মোতায়েন করে আবারও উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারীদের মুখপাত্র জুলহাওয়ারি অগাস্টিয়ান্তো। নিখোঁজদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
পেকালংগানের সঙ্গে পর্যটন কেন্দ্র ডিয়েং মালভূমির সংযোগকারী প্রধান সড়কে এই ভূমিধসের ঘটে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, রাস্তা ও বাড়িঘর মাটি চাপা পড়েছে। দুর্যোগ সংস্থার ছবিতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ঘন কুয়াশার মধ্যে স্ট্রেচারসহ বডি ব্যাগে করে হতাহতদের নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।