‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ আমাজন প্রাইম–এ মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ৬ জানুয়ারি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। সিনেমাটিতে প্রধান চরিত্রে রূপদান করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়। রোহিত শেঠি মানে অ্যাকশন ঘরানার সিনেমা। তার সিনেমায় চমকপ্রদ অ্যাকশন দৃশ্য থাকবে না এমনটা হতে পারে না। তিনি বড় পর্দায় ‘সিংহাম’, ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’ সিনেমা দিয়ে চমক দেখিয়েছেন। এবার নির্মাতা ওটিটিতে পা রাখলেন ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমা দিয়ে।
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমার ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে লাগাতার বোম ব্লাস্ট হচ্ছে। সেই ব্লাস্ট ঘিরে তৈরি হলো এক জটিলতা। দিল্লি পুলিশ ফোর্স এমন অবস্থায় কীভাবে শহরকে রক্ষা করবে তা নিয়ে তৈরি হয়েছে সিনেমা।
সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়–এ তিন তারকা কীভাবে শহরের সমস্যা দূর করবে তা নিয়ে সিনেমার কাহিনি গড়ে উঠেছে। এক চমকপ্রদ কাহিনি সিনেমার মাধ্যমে দেখা যাবে–তা বলার অপেক্ষা রাখে না।
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমায় অন্যান্য চরিত্রে আছেন শ্বেতা অশোক তিওয়ারি, মুকেশ ঋষি, শরদ কেলকার প্রমুখ। সিনেমার ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। মুক্তির মাত্র ৩ ঘণ্টায় ১৬ লাখেরর বেশি বার দেখা হয়েছে ট্রেলারটি। আগামী ১৯ জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে সিনেমাটির। এখন অপেক্ষা মুক্তির। সিনেমা দিয়ে ওটিটতে অভিষেক হতে যাচ্ছে নির্মাতা রোহিত শেঠির। সব মিলিয়ে বিশাল চমক নিয়ে আসছেন রোহিত শেঠি।