ইন্ডিপেনডেন্ড অ্যাপারেলস লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং চিটাগাং ক্লাব লিঃ এর ব্যবস্থাপনায় আয়োজিত সিসিএল ইন্ডিপেনডেন্স কাপ স্পোার্টস কর্ার্নিভা্যাল এর পুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আয়াজ ইসলাম চৌধুরী। গত রোববার রাতে অনুষ্ঠিত পুল ফাইনালে সৈয়দ আরশাদুল হককে ১১–৯ পয়েন্টে পরাজিত করে আয়াজ ইসলাম চৌধুরী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলাটি উপভোগ করার জন্য চিটাগাং ক্লাব লিঃ এর ভাইস চেয়ারম্যান এবং স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), টুর্নামেন্ট সমন্বয়কারী নুর উদ্দিন জাবেদসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন।












