ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যালের পুল ইভেন্টে চ্যাম্পিয়ন আয়াজ

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ অয়োজিত ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যাল এর পুল ফাইনাল খেলা গত ১৯ নভেম্বর বৃহস্পতিবাররাতে সম্পন্ন হয়। এই খেলায় সিসিএল নির্বাহী কমিটি মেম্বার মঞ্জুরুল আলম (পারভেজ) কে ১১-৭ গেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। খেলাটি উপভোগ করার জন্য বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার ইনচার্জ নুর উদ্দিন জাবেদ সহ বিপুল সংখ্যক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইন্ডিপেনডেন্স অ্যাপারেলস লিঃ’র পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টটি গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিহঙ্গ আন্তঃএকাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপে ‘আউট অব দা বক্স’ খেলতে চান তামিম