চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট (আইইওএম) সোসাইটির চুয়েট, স্টুডেন্ট চ্যাপ্টার যাত্রা শুরু করেছে। সমপ্রতি অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের সাহায্যে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইইওএমর নবগঠিত ২০২১-২২ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম আকাশ, সহ-সভাপতি সৈয়দ শাফিন হাসনাত, সাধারণ সম্পাদক মো. সুবায়ের ইসলাম। এই স্টুডেন্টস চ্যাপ্টারের প্রধান উপদেষ্টা হয়েছেন মেকাট্রনিঙ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ফ্যাকাল্টি উপদেষ্টা মনোনীত হয়েছেন এম.আই.ই. বিভাগের প্রভাষক সঞ্জীব রায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। স্টুডেন্টরা আই.ই.ও.এম নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এবং তাদের বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে ড. আহাদ আলি এবং ড. ডোনাল্ড রেইমার উভয়েই শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও দেশীয় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরি, শিক্ষার্থীদেরকে দিয়ে ইন্ডাস্ট্রিয়াল সমস্যার সমাধান, তাদেরকে ইন্ডাস্ট্রির পরিবেশের সাথে পরিচিতকরণ, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজনসহ বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ ও মতামত প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।