ইন্ডাস্ট্রিতে আগের মতো কাজের গতি নেই : দীপা খন্দকার

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:৪৮ পূর্বাহ্ণ

অভিনয় জীবনের চলার পথে অভিনয়শিল্পীরা মাঝে মাঝে কাজে বিরতি নিয়ে থাকেন। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার অভিনয় জীবনের চলার পথে কখনও বিরতি নেননি। সেটা হোক বিয়ের পর কিংবা সন্তান হবার পর। যতোটুকু সময় সংসারের প্রয়োজনে কিছুদিন বিরত থাকতে হয়, ঠিক ততোটুকু সময়ই তিনি নিজেকে অভিনয় থেকে একটু দূরে রেখেছিলেন। নিয়মিত কাজে থাকার মধ্যদিয়েই তিনি অভিনয় করে গেছেন। এখনও তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমাতে অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন। খবর বাংলানিউজের।

গেল চার বছর ধরে নাগরিক টিভিতে রান্নার এক্সপার্ট অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এরইমধ্যে গেলো সপ্তাহে বিটিভিতে প্রচারিত হয়েছে তার অভিনীত খন্ড নাটক বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাঁপড়ি। নাটকটি রচনা করেছেন নাহিদ ফারহানা ও প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে দীপার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ। নাটকের গল্প মূলত তাকেই কেন্দ্র করে। নাটকটিতে অভিনয়ের পর বেশ ভালো সাড়া পেয়েছেন দীপা খন্দকার। নিজের বর্তমান সময় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতে কাজের গতি নেই। তারপরও আমি টুকটাক কাজ করছি। তবে প্রত্যাশা এটাই যে দ্রুত আমাদের মিডিয়াতে কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে এসে সময় পার করছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান ফজল করিম স্মরণে
পরবর্তী নিবন্ধনৃত্যাঞ্জলির ভরতনাট্যম ও কত্থক শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান