চট্টগ্রামে ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বাংলাদেশের ফুটবলের মানোন্নয়নে ও তরুণ প্রজন্মকে ফুটবল চর্চায় আরো উৎসাহিত করতে ১২টি স্কুল দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন। গতকাল ২৩ অক্টোবর সিআরবির শিরিষ তলা মাঠে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র। তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাবেক কৃতী ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু,আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী দিনে মোট ১৫টি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের যে ১২টি মাধ্যমিক বিদ্যালয় এতে অংশগ্রহণ করছে সেগুলো হচ্ছে:
গ্রুপ ‘এ’-রাউজান সালামত উল্লাহ হাই স্কুল, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, জে এম সেন স্কুল এন্ড কলেজ, বাকলিয়া সরকারি হাই স্কুল, আবদুল হামিদ সওদাগর হাই স্কুল, নাসিরাবাদ সরকারি হাই স্কুল। গ্রুপ ‘বি’-ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ,এ এল খান হাই স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল,বিএন স্কুল এন্ড কলেজ,বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী হাই স্কুল,সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ।
৩ দিন ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল ২৫ অক্টোবর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার হিসেবে ট্রফি এবং আকর্ষণীয় প্রাইজমানি দেয়া হবে। এছাড়া সেরা খেলোয়াড়,সেরা গোলকিপার এবং ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার দেয়া হবে।











