ব্যাংকার্স ক্লাব,চট্টগ্রাম আয়োজিত ইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা গতকাল শনিবার বন্দর মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে গ্লোবাল ইসলামী ব্যাংক ২৮ রানে ইসলামী ব্যাংককে পরাজিত করে ফাইনালে উঠে। টসে জিতে প্রথমে ব্যাট করে গ্লোবাল ইসলামী ব্যাংক নির্ধারিত ২০ ওভার খেলে ১১২ রান সংগ্রহ করে। জবাবে ইসলামী ব্যাংক ১৭.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৮৪ রান তুলতে সমর্থ হয়।
এ খেলায় বিজয়ী দলের শহীদ ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দরের সাবেক সিএফও আবদুল হামিদ। দ্বিতীয় সেমিফাইনালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ১ উইকেটে আল আরাফাহ ইসলামী ব্যাংককে পরাজিত করে। টসে জিতে আল আরাফাহ ব্যাংক প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে।
জবাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে নেয়। শেষ বলে ওভার থ্রো হলে সুযোগ পেয়ে যায় ফার্স্ট সিকিউরিটি। তাতেই জয় নিশ্চিত করে নেয় তারা। এ খেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাদ্দাম ৩৯ বলে ৫৫ রান এবং ২৫ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের যুগ্ম সম্পাদক রাশেদুল আমিন।