রাউজানের ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ওয়াইফাই সংযোগ দেয়া হচ্ছে। ইতিমধ্যে এ কাজের জন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা শুরু হয়েছে। এর আগে গত ৩০ মে এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস জানিয়েছেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন রাউজানের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মধ্য রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হোসেন তার বিদ্যালয়ের ইন্টারনেট সরঞ্জাম নিতে এসে বলেছেন, এলাকার সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর এই মহৎ উদ্যোগের ফলে আজ রাউজানের শিশু শিক্ষার্থীরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়া লেখার করার সুযোগ পাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক আলী, মুক্তিযোদ্ধা ইউছুপ খান প্রমুখ।












