ইন্টারনেট ‘ব্ল্যাকআউটে’ রেমিটেন্সে বড় ধাক্কা

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষপটে ইন্টারনেট বন্ধ থাকা এবং টানা তিন দিন সাধারণ ছুটির কারণে বড় ধাক্কা লেগেছে বিদেশি মুদ্রার গুরুত্বপূর্ণ উৎস প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের চতুর্থ সপ্তাহে (২১ থেকে ২৭ জুলাই) দেশে রেমিটেন্স হিসেবে এসেছে মাত্র ১৩৮ মিলিয়ন ডলার। অথচ তৃতীয় সপ্তাহে (১৪ থেকে ২০ জুলাই) ৪৫০ মিলিয়ন ডলার, দ্বিতীয় সপ্তাহে (৭ থেকে ১৩ জুলাই) ৬০৮ মিলিয়ন ডলার এবং প্রথম সপ্তাহে (১ থেকে ৬ জুলাই) ৩৭০ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। জুলাইয়ের ২৭ দিনে মোট রেমিটেন্স এসেছে ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের। আর গতবছর জুলাই মাসে ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। খবর রবিডিনিউজের।

গত অর্থবছরের শেষ মাস জুনে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। ২০২৩২৪ অর্থবছরে সব মিলিয়ে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘকে তদন্তে চান ৭৪ নাগরিক
পরবর্তী নিবন্ধদেরিতে পোশাক নেবে ক্রেতারা, দিতে হবে না মূল্যছাড়ও : বিজিএমইএ