স্বৈরশাসক, কিংবা ক্ষতি করতে পারে এমন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিজেকে আড়ালে রেখে, তথ্য গোপন করে ইন্টারনেট ব্যবহার করা অনেক সময় খুব জরুরি হয়ে পড়ে। কিন্তু কিভাবে তা সম্ভব? স্বৈরশাসক, কিংবা ক্ষতি করতে পারে এমন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিজেকে আড়ালে রেখে, তথ্য গোপন করে ইন্টারনেট ব্যবহার করা অনেক সময় খুব জরুরি হয়ে পড়ে। কিন্তু কিভাবে তা সম্ভব? এ প্রশ্নের সহজ কোনো উত্তর আসলে নেই। খুব সহজলভ্য এবং শতভাগ নিশ্চয়তা দেয়ার ব্যবস্থাও নেই বললেই চলে। তবে অন্তর্জালের পরতে পরতে কতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে সে ধারণা কিছুটা থাকলে নিরাপদে ব্রাউজ করা সম্ভব। খবর ডয়েচে ভেলের।
ইন্টারনেটে নিরাপদ থাকার উপায় :
আজকাল অনেক কিছু দিয়েই ব্যবহারকারীকে চিনে নেয়া যায়। এমনকি কম্পিউটারের ব্রাউজার প্লাগইন, স্ক্রিন রেজোলিউশন, উইনডোজের আকার, ভাষা, সময় ইত্যাদি দিয়েও ব্যক্তিকে চেনা যায়। এমনকি আধুনিক প্রযুক্তির এই বিশ্বে ফিঙ্গারপ্রিন্টও সার্ভারের সঙ্গে সংযুক্ত শতকরা ৯৮ ভাগ মানুষের কাছে একজনের পরিচয় প্রকাশে সহায়ক হতে পারে। তাকে চিনে নিতে তখন আইপি অ্যাড্রেসেরও দরকার পড়ে না।
রক্ষা করতে পারে ‘টোর’
টোর মানে ‘দ্য অনিয়ন রাউটার’। পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে গড়ে তোলা নিরাপত্তা প্রাচীর দিয়ে এই ব্রাউজার ব্যবহারকারীকে আড়ালে রাখে। সার্ভারের সঙ্গে সরাসরি যুক্ত হতে হয় না বলে এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার সবচেয়ে বেশি নিরাপদ।
সাইফন
ক্যানাডার তৈরি সাইফনও নিরাপদে ইন্টারনেট ব্যবহারের নির্ভরযোগ্য মাধ্যম। এতে এমন ধরনের অ্যাপ এবং কম্পিউটার প্রোগ্রাম ব্যবহারের সুযোগ থাকে, যা বিভিন্ন ধরনের সেন্সরশিপ এড়ানোর মেকানিজম গড়ে তুলতে সক্ষম।