ইনোভেশন হাব প্রতিষ্ঠায় গবেষণা-উদ্ভাবন এক প্লাটফর্মে আসার সুযোগ অবারিত হয়েছে

চাবি হস্তান্তর অনুষ্ঠানে চবি উপাচার্য

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

চবি নব প্রতিষ্ঠিত ইনোভেশন হাবের চাবি হস্তান্তর অনুষ্ঠান গত ১২ জুন অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহেরের কাছে এ চাবি হস্তান্তর করেন ডিজিটাল এন্ট্রাপ্রেনিউরশিপ ইনোভেশনইকো সিসটেম ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান।

এ সময় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, হাইটেক পার্ক অথরিটির কনসালটেন্ট মো. সিদ্দিকুর রহমান, প্রকৌশলী মো. রবিউল ইসলাম রাজিব, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম নুর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য হাইটেক পার্ক অথরিটি এবং আইসিটি ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃজন, গবেষণা ও জ্ঞান বিতরণের উর্বর ক্ষেত্র। ইনোভেশন হাব প্রতিষ্ঠার ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাউদ্ভাবন একই প্লাটফর্মে আসার সুযোগ অবারিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় আলোচনা সভা
পরবর্তী নিবন্ধজলবায়ু সংরক্ষণে ধর্মীয় সমপ্রীতি শীর্ষক সেমিনার