ইনার হুইল ডিস্ট্রিক্টের পক্ষে অনুদান প্রদান

মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটের জন্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। গতকাল শনিবার ইনার হুইলের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম অনুদানের চেক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এ উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বলেন, এ হাসপাতালের জন্মলগ্ন থেকেই ইনার হুইল ক্লাব হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করে আসছে। প্রাথমিকভাবে হাসপাতালের মাতৃমঙ্গল, নিওনেটাল বিভাগ, থ্যালাসেমিয়া বিভাগ ও শিশু বিকাশ কেন্দ্রের সাথে ইনার হুইল ক্লাবসমূহ কাজ করে আসছে। তিনি এজন্য ইনার হুইলের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত ডা. সাহেদা করিমের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। যার মাধ্যমে ইনার হুইল এই হাসপাতালের সাথে কাজ করার সুযোগ পেয়েছে। তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট প্রফেসর এ এস এম ফজলুল করিমকেও স্মরণ করেন। ক্যান্সার রোগীদের জন্য ইনার হুইলকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা মানবতার কল্যাণে সবাই একসাথে কাজ করতে চাই। ক্যান্সার হাসপাতালে একটি ফ্লোর ইনার হুইলের নামে নামকরণের জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য দেন, ইনার হুইল ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর। ইনার হুইলের পক্ষ থেকে প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান খালেদা আদিব আউয়াল,প্রাক্তন চেয়ারম্যান বৈশাখি ম্যান্ডেজ, ইনার হুইল ক্লাব চিটাগংয়ের প্রেসিডেন্ট শুভ্রা বিশ্বাস, প্রাক্তন প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট নাসরিন নাহার, প্রাক্তন প্রেসিডেন্ট আসমা নেওয়াজ আহমেদ, রওশন মান্নান, জিনাত আরা নিপুন প্রমুখ বক্তব্য দেন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির ও ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. শেফাতুজ্জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স ) ডা. এ কে এম আশরাফুল করিম, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানি ঘোষ, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানি দাশ, নার্সিং সুপারিনটেনডেন্ট রনজু কনা পাল প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ইনার হুইল ক্লাবসমূহের প্রেসিডেন্ট, সেক্রেটারীসহ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ইনার হুইল ডিস্ট্রিক্ট চেয়ারম্যানসহ ইনার হুইল নেতৃবৃন্দকে তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীর্জা ফখরুলকে স্বাগত জানালেন চসিক মেয়র ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধচিটাগাং সোস্যাল বিজনেস সেন্টারের বোর্ড মিটিং