ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্ এর উদ্যোগে ৩টি এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতিমখানাগুলো হচ্ছে, লেডিস ক্লাব বালিকা সদন এতিমখানা, খাদিজাতুল কোবরা এতিমখানা ও বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন। এছাড়া খাদিজাতুল কোবরা এতিমখানায় ৪০ সেট থ্রি পিসও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মুনিরা হুসনা, সেক্রেটারি নাজনীন আরা, ট্রেজারার মমতাজুন্নেছা সুমা, জেসমিন আরা, রোকেয়া বারী, হাফসা সালেহ ও মর্জিনা আখতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।