ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসে্র ইফতার সামগ্রী বিতরণ

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্‌ এর উদ্যোগে ৩টি এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতিমখানাগুলো হচ্ছে, লেডিস ক্লাব বালিকা সদন এতিমখানা, খাদিজাতুল কোবরা এতিমখানা ও বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন। এছাড়া খাদিজাতুল কোবরা এতিমখানায় ৪০ সেট থ্রি পিসও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মুনিরা হুসনা, সেক্রেটারি নাজনীন আরা, ট্রেজারার মমতাজুন্নেছা সুমা, জেসমিন আরা, রোকেয়া বারী, হাফসা সালেহ ও মর্জিনা আখতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রেড ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে