ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রামের যাত্রা শুরু

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

ইনার হুইল আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচিত হলো ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রামের উদ্বোধনের মাধ্যমে। গত ৫ অক্টোবর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খালেদা আউয়াল, ফারাহনাজ কাইয়ুম ও ইনার হুইল নেত্রীবৃন্দ। নবগঠিত এই ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জেরিন নিজাম শেখের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুত্বের বন্ধন জোরদার করা, ব্যক্তিগত সেবাকে উৎসাহিত করা এবং সম্মিলিতভাবে সমাজে স্থায়ী প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে। ক্লাবের চার্টার সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রিজওয়ানা সালেহ। অনুষ্ঠানে ২০২৫২০২৬ সালের জন্য নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চার্টার সদস্যরা ইনার হুইলের আদর্শ ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক প্রয়োজনীয়তাভিত্তিক প্রকল্প হাতে নেয়ার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথি দিলরুবা আহমেদ নবগঠিত ক্লাবকে অভিনন্দন জানিয়ে সদস্যদের উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

চার্টার প্রেসিডেন্ট জেরিন নিজাম শেখ বলেন, এই ক্লাব আমাদের সম্মিলিত অঙ্গীকারের সেবা বন্ধুত্ব ও সমাজে পরিবর্তন আনার। আমরা একসঙ্গে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবে মেতেছে মারমা সম্প্রদায়
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বিষপানে কিশোরীর আত্মহত্যা