ইনার হুইল ক্লাব অফ সী কুইনের সেলাই মেশিন প্রদান

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

ইনার হুইল ক্লাব অফ সী কুইন ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষে সম্প্রতি অংশগ্রহণকারীদের মাঝে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন ও প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ প্রদান করে। পাশাপাশি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম তিনজনকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে সৈয়দা শাহনাজ আলমসহ ক্লাবের কর্মকর্তা শাহেদা সালাম, সৈয়দা জিনাত আরা নিপুণ, মুরশিদা মিলি, কামরুন নাহার মুন্নি, তাহমিনা গিয়াস, নাজাদ সুলতানা মিলি, নাসরিন সুলতানা এনি, আকলিমা বেগম ও মনি উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব অফ সী কুইনের এ উদ্যোগ শুধু নারীদের দক্ষতা বৃদ্ধি করছে না, পাশাপাশি তাদের আত্মবিশ্বাস গড়ে তুলে সমাজের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য, ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট সৈয়দা শাহনাজ আলম ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপদোন্নতি পেয়ে বিএসপির যুগ্মমহাসচিব হলেন মো. ইব্রাহিম মিয়া