শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ২২ সেপ্টেম্বর দুপুর ৩ টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, পরিবাবের সদস্য কাজী রাজেশ ইমরান, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কমিশনার ওয়াসিম উদ্দিন চৌধুরী, চকবাজার ওয়ার্ড কমিশনার নুর মোস্তফা টিনু, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু, ছাত্রলীগ নেতা কাজী রায়হান ইমরান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সবুজ, জাহিদ, ইবান, আরিফ প্রমুখ।