আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি রাতে দেওয়ানবাজারস্থ মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘হ্যাঁ’ আর দাঁড়িপাল্লাকে বিজয়ী করে ন্যায়–ইনসাফের বাংলাদেশ গঠন করতে হবে। দেশ ও জাতির মুক্তির জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণ ন্যায়বিচার, সুশাসন, ইসলাম ও দেশপ্রেমিক রাজনীতির দিকে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী নির্বাচনী জনসভা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল করার মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইবরাহিম, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল, মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, শ্রমিক কল্যাণের উত্তর জেলা সভাপতি আবু বকর ইউসুফ, শ্রমিক কল্যাণের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, উত্তর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল কাদের, দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট আবু নাছের, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইন, মাহমুদুল আলম, সদরঘাট থানা আমির আব্দুল গফুর, ইসলামী শ্রমিক সংঘের মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ ইয়াছিন প্রমুখ। সভায় জনসভা সফল করতে প্রচার, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












