ন্যায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ জামায়াতের হাত ধরেই আসবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, আসমান–জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে দেশে ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
গত ১৪ ফেব্রুয়ারি হালিশহর বার আউলিয়া কনভেনশন সেন্টারে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাওলানা এবিএম সুলাইমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সংগঠনিক সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ড. শাহাদাত হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য জাহের খান, থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক। কর্মী সম্মেলনে ২০২৪ সালের বার্ষিক রিপোর্ট পেশ এবং ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা পেশ করেন ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক বেলাল হোসেন। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবুল হাশেম চৌধুরী, আবু শাহাদাত শাহীন, মো. হাফিজুর রহমান, আব্দুস শাকুর, আবু সাঈদ, এস এম শরীফ ও সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি শফিকুল মাওলা শোভন। প্রেস বিজ্ঞপ্তি।