ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত

পাহাড়তলী থানার দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী মনে করে একদল মুমিনিন সালেহীন, সৎ, যোগ্য ও দক্ষ ঈমানদার লোক তৈরি করে তাদের দিয়ে সমাজ পরিচালনা করার সুযোগ দিলেই কেবলমাত্র এদেশে ন্যায়ের ও ইনসাফের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জামায়াতে ইসলামী চায় বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায়, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। দরিদ্র জনগণ তাদের অধিকারের পূর্ণতা পাক, কোনো দল জনগণের সেবার নামে শোষণ, সুদ, ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে জনগণের ওপর চেপে বসে দানবে পরিণত হোক আমরা চাই না। আবারো সন্ত্রাস, ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি নির্বাচিত হোক তাও আমরা চাই না। কোনো মজলুম আবার মিথ্যা মামলায় জেল খাটুক, গুম, খুনের কারণে মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। আমরা চাই, এ দেশে নারী সমাজ পূর্ণ নিরাপত্তা পাক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাহাড়তলী থানার দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাহাড়তলী থানা জামায়াতের আমীর মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অধ্যাপক ফিরোজ খান নুন, পাহাড়তলী থানার সেক্রেটারি আহসান উল্লাহ, ১২ নম্বর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ড আমীর জহিরুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি এস এম সাইমুম, নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, শহীদ উল্লাহ, গিয়াস উদ্দিন হাওলাদার, তাজুল ইসলাম, লোকমান হোসেন, মুহাম্মদ জাফর ইকবাল, জাফর উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিক দূষণ প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষের লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধনগরের বিভিন্ন এলাকায় আরো ৪০ জন গ্রেপ্তার