ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে

উত্তর জেলা ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে গতকাল শনিবার হাটহাজারী সদরস্থ অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ফ্রন্ট রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। তাই ইনসাফভিত্তিক গণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নিবেদিত ইসলামী ফ্রন্টের নিয়মতান্ত্রিক রাজনীতির সঙ্গে দেশবাসীকে সম্পৃক্ত করে গণমানুষের মুক্তি নিশ্চিত করতে হবে। বক্তারা যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা মেরামতের মাধ্যমে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্‌। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা ওবায়দুল মোস্তফা কদমরসুলী, এডভোকেট মোক্তার আহমদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রস্ততি কমিটির আহবায়ক অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমন। অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, কাজী আবদুল্লাহ আল রায়হান ও মাষ্টার মুহাম্মদ ইসমাইলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ খোরশেদ, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম, মাওলানা সৈয়দ আবদুল লতিফ চাটগামী, মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূইয়া, মাওলানা করিম উদ্দিন হাসান, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ মামুনুর রশিদ জাবের, মুহাম্মদ অহিদুল আলম, মুহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে হাটহাজারী অদুদিয়া মাদ্রাসা মাঠ হতে একটি র‌্যালি বের হয়ে হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমাম শেরে বাংলা (রহ.) মাজার শরীফ প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমই বিশ্ববিদ্যালয় ও কেডিএস গার্মেন্টসের মধ্যে সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধদক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে