ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে গত বুধবার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কার্যালয়ে শোকরানা সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দদের অংশগ্রহণে সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন একুশে পদক প্রাপ্ত ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রধান উপদেষ্টা হাফেজ ক্বারী সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ। আরও উপস্থিত ছিলেন এমদাদ আহমেদ সায়ীফ, হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা মুফতি রেজাউল কাউসার, নকিব কামরুল, ইরফানুল হক সরকার, আল্লামা নজিবুল কবির রাহগির, হাফেজ আরিফ আল আহসান, সাবিনা সাদাত সাফা। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে বক্তারা বলেন, সব মানুষ ভাই ভাই–মানবতার দুনিয়া চাই। দুনিয়াব্যাপী বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি জাতীয়তাবাদের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্রের গ্রাসে রুদ্ধ জীবন ও বিধ্বংস মানবতার মুক্তির একমাত্র পথ সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা এবং সম্পদের মুক্ত প্রবাহের ধারায় মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকার রুপরেখা মুক্ত জীবনের অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত। সব মানুষের অধিকার মুক্তি ও সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশে যোগদানের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।