ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম ১২ আসনে নির্বাচনী প্রচারণা

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

পটিয়াতে নির্বাচনী প্রচারণায় আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১২ আসনে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের মনোনীত প্রার্থী আবু তালেব সারতাজ উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন পটিয়া থানা শাখার প্রতিনিধি ভাইবোন। এতে বক্তারা বলেন, মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র যিনি বুঝেন নাই তিনি প্রকৃত ধর্ম ও মানবজীবন কিছুই বুঝেন নাই, তিনি মিথ্যা ও মূর্খতার অন্ধকারে নিমজ্জিত। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া বুঝা ও একাত্ম হওয়া জীবনের দয়াময় স্রষ্টাকে বুঝার ই অবিচ্ছেদ্য বিষয়। সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের জীবনভিত্তিক মানবতার রাজনীতির উৎস স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসুলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসা ও সব মানুষের কল্যাণ সাধনা। স্থানীয় জনগণের অধিকার রক্ষা আপেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যাবে
পরবর্তী নিবন্ধআমি তো ৪০ হাজার মানুষের কর্মসংস্থান করেছি , উনি ৪০ বছরে না একটা চাকরি করছেন, না একটা ব্যবসা