ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের দুর্বৃত্ত ও খুনি বানায় উল্লেখ করে ঢবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের চট্টগ্রাম জেলার সমন্বয়ক মো. আরিফুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রেজাউল কাওসার। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ঢাবি শিক্ষার্থী রেজাউল কাউছার বলেন, ৫ আগস্টের আগে দাবি ছিল শিক্ষাঙ্গণ হবে দলীয় রাজনীতিমুক্ত। যার সঙ্গে দেশের সব শিক্ষার্থী ঐকমত্য পোষণ করেছিল। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের কারণেই এই গণআন্দোলনে তাদের পতন হয়েছে। কোনো দল এই আন্দোলনের ক্রেডিট নিতে পারবে না। এই আন্দোলনের ক্রেডিট সাধারণ ছাত্র–জনতার। প্রেস বিজ্ঞপ্তি।