ইনভেস্ট ইন ভিশনস থেকে ২ কোটি মার্কিন ডলার টার্ম ঋণ পেল প্রাইম ব্যাংক

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

জার্মানিভিত্তিক স্বনামধন্য ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ডের সঙ্গে ২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সমপ্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেনব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শামস আব্দুল্লাহ মুহাইমিন। অপরদিকে ইনভেস্ট ইন ভিশনসএর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ইনভেস্টমেন্ট অফিসার কার্লোস ডি লাস সালাস ভেগাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশজুড়ে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে পুনঃঋণ প্রদান করবে। এই উদ্যোগ দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত এমএসএমই খাতের উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সমপ্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রাইম ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার ২০২৬ সালের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ সতীর্থদের বন্ধু সম্মিলন