ক্রিস্টাল ও বনফুল গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিকো এরিনায় উদ্বোধন করা হয়েছে ইনডোর অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট। আজ ১৯ জুলাই সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সরওয়ার আলম চৌধুরী মনি। ক্রিকেটার এস এম ইরফানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর নান্না, জুনাইদ আহমেদ তানিন, মো. আল আমিন হোসেন, আসাদুজ্জামান, ইনজামামুল হক,সাইমন কামাল সিহাব প্রমুখ। টুর্নামেন্টে ৪টি গ্রুপে ১৩টি দল অংশগ্রহণ করছে।