ইনজুরি আক্রান্ত সাইফউদ্দিন এক সপ্তাহের বিশ্রামে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৩৮ পূর্বাহ্ণ

গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন রাজশাহীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন গত রোববার। সকালে অনুশীলনে ফুটবল খেলার সময় গোঁড়ালিতে চোট পান তিনি। নতুন খবর সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রামে রাখা হয়েছে। তাই নিশ্চিতভাবেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার। তিনি জানিয়েছেন, এই সময়টা সাইফউদ্দিন পুরোপুরি মাঠের বাইরে থাকবেন। তবে ঘরে কিছু পায়ের কাজ করবেন তিনি। এক সপ্তাহ পর বোঝা যাবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। তাই আমরা প্রথম তিন ম্যাচে তাকে পাচ্ছি না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.০১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু