ইনকিলাব মঞ্চের সমাবেশস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও সমাবেশস্থল থেকে এক যুবককে ‘অস্ত্রসহ আটকের’ তথ্যের পর পুলিশ বলেছে, সেটি একটি ‘খেলনা পিস্তল’। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা তাকে আটক করে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনা তুলে ধরতে গিয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ ফেসবুকে লেখেন, সমাবেশস্থল থেকে একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

তবে রাত ৯টার দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আটক ওই ব্যক্তির নাম আরাফাত। তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা একটা খেলনা পিস্তল। সে কী উদ্দেশ্যে, কেন এখানে (শাহবাগে) এসেছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কারখানা পরিদর্শন
পরবর্তী নিবন্ধএবিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুজিত কান্তি দে’কে সংবর্ধনা