ইদ্রিস বি.কমের স্মরণসভা আজ

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি ইদ্রিস বি.কম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণসভা আজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সভায় সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর ইউএনওর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধকর্নেল তাহের স্মরণে মহানগর জাসদের সভা