মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, রাজনৈতিক ইস্যু সৃষ্টিতে ব্যর্থ বিএনপি-জামাত ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে বর্তমান সরকারকে উৎখাতের জন্য যে অপতৎপরতা শুরু করতে চায় তাকে মোকাবেলা করার মতো শক্তি আওয়ামী লীগের আছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশে নিত্য পণ্যের পর্যাপ্ত মওজুদ থাকা সত্ত্বেও যারা কৃত্রিম সংকট তৈরি করতে তৎপর তাদেরকে আমরা চিনি। তাদের বিরুদ্ধে আমরা মাঠে আছি এবং থাকবই। ইদরিস আলম একজন মেধাবী রাজনীতিক ছিলেন। তিনি গতকাল শুক্রবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা, কলামিস্ট ইদরিস আলমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ইদরিস আলমের মতো নির্লোভ ও পরিচ্ছন্ন রাজনীতিক খুব কমই দেখেছি। তাঁর কাছে অর্থ ছিল না, কিন্তু চিত্তের বিত্ত ছিল। সভায় বক্তারা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদসহ করোনাক্রান্ত সকলের রোগমুক্তি কামনা করেন। অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন, দিদারুল আলম চৌধুরী, সিদ্দিক আলম, তৈয়বুর রহমান, জামশেদুল আলম চৌধুরী, স্বপন সেন, নুরুল আজিম নুরু, ইফতেখার আলম জাহেদ, দীপংকর চৌধুরী, নুরুল আমল মিয়া, শাহীন আক্তার রুজি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।