দেশটির সরকারি বাহিনী ও আঞ্চলিক তিগ্রাই বাহিনীর মধ্যে চলা যুদ্ধবিরতি চলতি সপ্তাহে ভেঙে পড়ার পর এটিই প্রথম বিমান হামলা। শিশুদের খেলার মাঠে বিমান হামলা চালনো হয়েছে বলে অভিযোগ করেছে তিগ্রাইয়ের আঞ্চলিক কর্তৃপক্ষ। ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের প্রধান শহরে শিশুদের খেলার মাঠে বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও আছে বলে ওই মেডিকেল কর্মকর্তারা অভিযোগ করেছেন, কিন্তু ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার বেসামরিক নিহতের কথা অস্বীকার করেছে। খবর বিডিনিউজের।
দেশটির সরকারি বাহিনী ও আঞ্চলিক তিগ্রাই বাহিনীর মধ্যে চার মাস ধরে চলা যুদ্ধবিরতি চলতি সপ্তাহে ভেঙে পড়ার পর শুক্রবারই প্রথম এ ধরনের হামলা হল। তিগ্রাই ও আমহারা অঞ্চলের সীমান্তে এই দুই বাহিনীর মধ্যে ফের সংঘর্ষ শুরু হওয়ার দুইদিন পর আঞ্চলিক রাজধানী মেকেলে-তে বিমান হামলা চালানো হয়।
আঞ্চলিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা তিগ্রাই টেলিভিশন হামলার জন্য কেন্দ্রীয় সরকারের বাহিনীকে দায়ী করেছে। ইথিওপিয়ার আকাশে এখন সরকারি বাহিনী ছাড়া অন্য আর কারও সামরিক বিমান উড়ছেও না বলে জানিয়েছে তারা। তিগ্রাইয়ের বাসিন্দাদেরকে সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে দেশটির কেন্দ্রীয় সরকার বলেছে, তিগ্রাই বাহিনীর ওপর হামলা চালানোই তাদের লক্ষ্য।










