দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে রাজনীতিবীদ, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা কেক কাটায় অংশ নেন। এসময় ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার ও উপ–উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে অনুষ্ঠানস্থলে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডা. দুলাল দাশ।
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মাঈনুদ্দিন কাদেরী শওকত, প্রবীণ সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাপ্তাহিক চট্টলার জিএম সাহাবুদ্দিন, সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, চবি একুশ ব্যাচের আহ্বায়ক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রামের সভাপতি ও এমইএস কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম, বাফা ও শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। প্রেস বিজ্ঞপ্তি।











