চট্টগ্রামের পটিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে “ইতেও আনারস, ইতেরে মার” বলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর খালেদের উপর হামলার ঘটনা ঘটেছে।
এতে তিনি রক্তাক্ত জখম হন। হামলায় তার পরিহিত জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং তার ব্যবহৃত একটি এনড্রয়েট মোবাইল ফোন ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
ঘটনার পর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদের ভাই জসিম উদ্দিন, নাছির উদ্দিন ও পৌর কাউন্সিলর শফিউল আলমসহ পটিয়া থানা একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
পরে তারা আহত আ.লীগ নেতা আলমগীর খালেদকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে এনে চিকিৎসা দেন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমল মুন্সির হাট এলাকায় মেম্বার হোটেলে এ ঘটনা ঘটে।
হামলার শিকার উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খালেদ জানান, আমি দুপুরের ভাত খাওয়ার জন্য কমল মুন্সি হাট এলাকায় মেম্বার হোটেলে যায়।
এসময় ভাত খেতে টেবিলে বসলে উপজেলা যুবলীগ নেতা জমির উদ্দিনসহ কয়েকজন হোটেলে প্রবেশ করেন। এসময় কিছু বুঝে উঠার আগেই জমির বলে উঠেন- “ইতেও আনারস, ইতেরে মার”- এটা বলার সাথে সাথেই জমিরসহ কয়েকজন যুবক আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি, লাথি মারতে থাকে।
তিনি আরও জানান, এক পর্যায়ে ওরা আমাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে সেখানে লাথি ঘুষি মারতে মাঠিতে লুটিয়ে ফেলে।
তারা আমাকে মারতে মারতে আমার পরিহিত জামা কাপড় ছিঁড়ে ফেলেন এবং আমাকে রক্তাক্ত করে ফেলেন। এসময় আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এসময় হোটেলের একটি গ্লাসও সামান্য ভেঙে যায়।
জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।