ইতিহাস বিকৃতকারীদের রুখে দেয়ার শপথ

শহীদ বুদ্ধিজীবী দিবস

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৪২ পূর্বাহ্ণ

শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করল তার শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ মিনারে ও বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন হাজার হাজার মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল উন্নত-সমৃদ্ধ অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। ছিল ইতিহাস বিকৃতকারীদের রুখে দেয়ার শপথ। সামপ্রদায়িক শক্তির ধারক-বাহকদের প্রত্যাখ্যান এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে সঠিক ইতিহাসের চর্চার দাবিও ছিল মানুষের মাঝে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বীরের রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা কখনো ব্যর্থ হয় না। তাই বাঙালির অর্জিত স্বাধীনতাকে কেউ নস্যাৎ করতে পারবে না। কিন্ত ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক ষড়যন্ত্র ব্যর্থ হলেও নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে। এগুলোর ইন্ধনদাতা বিএনপি জামাত। যারা অতীতে ক্ষমতাসীন হয়ে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। আবার কেউ কেউ আফগানিস্তান বানাতে চেয়েছে। আজ তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টার্গেট করে ধর্মের ডামাঢোলে বাংলাদেশের চলমান উন্নয়নের চাকা থামাতে চায়। গতকাল সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ক্ষোভ প্রকাশ করেন, আমাদের মধ্যে বড় দুর্বলতা ক্ষেত্র বিশেষে আপোষকামিতার মনোভাব, তাই আমরা কেউ কেউ কু-মতলবে জামাত শিবিরের চিহ্নিত নেতাদের আশ্রয় প্রশ্রয় দিই এবং তাদেরকে তথাকথিত দেশপ্রেমিকের সার্টিফাইট করি। আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে ভবিষ্যতে পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে হবে। বীরের রক্তস্রোত কখনো ব্যর্থ হয় না। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সহ সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মো. হোসেন, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মো. আবুল মনছুর, গাজী শফিউল আজিম, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দীন খালেদ বাহার, মোহাব্বত আলী খান, নিছার উদ্দিন মঞ্জু, মো. জাবেদ, বেলাল আহমদ, জাহাঙ্গীর চৌধুরী, মো. সালাউদ্দীন আহমেদ, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোঃ জাকারিয়া, মোঃ জানে আলম, আবদুল মান্নান, মো. আলী নেওয়াজ, নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসীম উদ্দীন, মিথুন বড়ুয়া, লুৎফুল হক খুশি, ইফতেখার আলম জাহেদ প্রমুখ। সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মানার্থে বিনম্র শ্রদ্ধা নিবেদনে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, দারুল ফজল মার্কেটস্থ মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল কবির।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার চার্জ গঠন আজ
পরবর্তী নিবন্ধআবাসিক হোটেলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ