ইতিহাস থেকে পাঠ নিয়ে নিজেদের তৈরি হতে হবে

মহব্বত আলী বিদ্যালয়ে প্রাক্তন ।। শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীতে মেয়র

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৯:১০ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নদীসাগর পাহাড় বিধৌত চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। ইতিহাস পাঠ করে জ্ঞান অর্জন করতে হবে। তবেই বাংলাদেশের জন্য নতুন নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে। তিনি গত শনিবার সন্ধ্যায় হালিশহর আলহাজ্ব মহব্বত আলী চসিক উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্কুল মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক লায়ন মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কাউন্সিলর আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের সদস্য হারুনুর রশিদ, রাজনীতিক সাইফুদ্দীন খালেদ বাহার, কাউন্সিলর মো. ইলিয়াছ, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বিউটি, পরিষদের সমন্বয়ক রেজাউল করিম কায়সার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসাইন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এস.এম নাছির উদ্দিন, এনামুল হক, নার্গিস আকতার প্রমুখ।

মেয়র আরো বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাকে এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে। কাজের সাথে তালমিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেয়া গেলে আগামী পথচলা তাদের জন্য সুগম হবে। কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে মেয়র বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার উপর প্রাধান্য দিতে হবে। হাতের কাজ জানা না থাকলে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করে লাভ হবে না। মেয়র বিষয়টির উপর গুরুত্ব দিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌকার জয়ের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে কন্টেনার জাহাজকে বার্জের ধাক্কা