দেশের শীর্ষ লিগে অভিষেক হওয়ার পর টানা তিনবার শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস। সোমবার মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জিতেছে তারা। ম্যাচে কিংসের গোলদাতা মতিন মিয়া ও বিপলু আহমেদ। ২৯ মিনিটে মতিন মিয়া দুর্দান্ত যে গোলটি করেন, সেটা চ্যাম্পিয়ন হওয়ার পথটা তৈরি করেছিল।
পরে ৮১ মিনিটে বিপলু আহমেদ করেন দ্বিতীয় গোল। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে কিংস দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন আসরের শিরোপা জিতে হ্যাটট্রিকের ইতিহাস গড়েছিলো আবাহনী।
আকাশী-নীলদের সেই ইতিহাসে ভাগ বসালো ঘরোয়া ফুটবলে নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস। এই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন-সেই হিসাব করেই বসুন্ধরা কিংস উৎসবের প্রস্তুতি নিয়ে গিয়েছিল মুন্সিগঞ্জ। তাদের প্রস্তুতি বৃথা যায়নি। ম্যাচ শেষ হওয়ার পরই উৎসবে নেমে পড়ে কিংস।