ইতিহাস-ঐতিহ্য তুলে ধরবে ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনী

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংশ্লিষ্ট বিষয়ে লেখকসহ সমাজের গুণী ব্যক্তিদের অবদান নতুন প্রজন্মসহ নানা মাধ্যমে তুলে ধরতে হবে। এজন্য ইতিহাসের খসড়ায় লেখালেখি ছাড়াও পাঠচক্র, গোলটেবিল আলোচনা, সেমিনার গুণীজন সংবর্ধনা ইত্যাদি কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে ‘ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনী’র সদস্যরা নিরলস কাজ করে যাবে। গত শনিবার ইতিহাসের খসড়া কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।

লেখক ও নাট্যব্যক্তিত্ব আহাম্মদ কবীরের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি মুজিব রাহমান ও সরকারি হাজি মহসীন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক গবেষক ইলু ইলিয়াস। বক্তব্য দেন ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হক, স্বপন মল্লিক, মহসীন কাজী, সুব্রত কান্তি চৌধুরী, মিঠুন চৌধুরী, ইতিহাসের খসড়ার বিশেষ সহকারী নেহলিন হক। প্রেস বিজ্ঞপ্তি।

সভায় আহাম্মদ কবীরকে উপদেষ্টা, অধ্যাপক মুজিব রাহমানকে আহবায়ক, অধ্যাপক ইলু ইলিয়াসকে প্রধান সমন্বয়কারী, স্বপন মল্লিক ও মহসীন কাজীকে যুগ্ম-আহ্বায়ক, সুব্রত কান্তি চৌধুরী ও মিঠুন চৌধুরীকে যুগ্ম সমন্বয়কারী নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনী’র কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সোহেল রানার মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু